Connect with us

সৃজন মিউজিক

আজ কিশোর কুমারের জন্মদিন

Published

on

প্রবাদপ্রতিম সংগীতশিল্পী কিশোর কুমার

সৃজনমিউজিক :

ভারতীয় চলচ্চিত্রের সংগীত তারকা কিশোর কুমারের ৯০তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশে জন্ম নেন এই কিংবদন্তি শিল্পী। গানের মাধ্যমে ভক্তদের যেমন হাসিয়েছেন, তেমনি কাঁদিয়েছেনও সমানভাবে। তার গানে উঠে এসেছে মানবিক বোধের বিষয়গুলো। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট কিশোর হতে চেয়েছিলেন নায়ক, কিন্তু চিরস্মরণীয় হলেন গায়ক হিসেবে। তিনি একাধারে ছিলেন গায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার। বিভিন্ন ভাষার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও তিনি গান গেয়েছেন। বাংলা ও হিন্দি ভাষায় তিনি ছিলেন প্রবাদপ্রতিম সংগীতশিল্পী।

 

 

তার গাওয়া বাংলা গানগুলো এখনো বাজে ভক্তহৃদয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য ‘সে যেন আমার পাশে আজও বসে আছে’, ‘মোর স্বপ্নের সাথি তুমি কাছে এসো’, ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’, ‘ওগো নিরুপমা’, ‘পৃথিবী বদলে গেছে’, ‘কী আশায় বাঁধি খেলাঘর’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘আমার পূজার ফুল’, ‘আশা ছিল ভালোবাসা ছিল’ প্রভৃতি।

 

 

কিশোর কুমারের জন্ম ভারতের মধ্যপ্রদেশে হলেও তাদের আদি বাড়ি ছিল পূর্ববঙ্গে। কিশোরের পারিবারিক নাম আভাষ কুমার গাঙ্গুলি। বড় ভাই অশোক কুমার ছিলেন হিন্দি সিনেমার জনপ্রিয় নায়ক। মেজ ভাই অনুপ কুমারও হিন্দি ছবিতে অভিনয় করতেন। কিশোর কুমার ছোটবেলা থেকেই গান গাইতেন এবং সে সময়ের অভিনেতাদের অনুকরণ করে দেখাতেন। তিনি ছিলেন বিখ্যাত গায়ক কুন্দ লাল সায়গলের বিশেষ ভক্ত। তার গান হুবহু গাইতে পারতেন।

 

 

 

কিশোর কুমার আটবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মারা যান এ সংগীতশিল্পী।

Dhaka Attack Unreleased Song

Advertisement
কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী
সৃজন মিউজিক2 years ago

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

Praner Giutar
নতুন গান3 years ago

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

প্রাণের গীটার
নতুন গান3 years ago

মাহফুজ ইমরানের‌ এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ
সৃজন মিউজিক3 years ago

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

ওমরসানী, শাকিব খান ও জায়েদ খান
বিনোদন3 years ago

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

নতুন গান3 years ago

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্‌কিওর

সৃজন মিউজিক3 years ago

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

ব্যান্ড সঙ্গীত3 years ago

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

মিউজিক ভিডিও3 years ago

তানজীব সারোয়ারের নতুন গান

মিউজিক ভিডিও3 years ago

ইউটিউবে কুমার বিশ্বজিতের নতুন গান ‘জোছনার বর্ষণে’

Trending