Connect with us

বিনোদন

আমার দোষ কোথায়? আমি একজন অভিনেতা : শাকিব খান

Published

on

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

সৃজনমিউজিক :

 

‘চালবাজ’ ছবির কাজ শেষে সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এদিকে তিনি ভারত থাকাকালীন তার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন একজন অটোরিকশাচালক। অনুমতি ছাড়া ওই ব্যক্তির ফোন নাম্বার ব্যবহার করা হয় শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ নামের একটি ছবিতে। তাই শাকিব খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করা হয়। হবিগঞ্জ জেলায় মামলা হয়েছে। মামলাটি করেছেন অটোরিকশা চালক ইজাজুল মিয়া। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামি করা হয়।

 

 

আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে শাকিবের খবরটি। এএফপি, বিবিসি, ডেইলি মেইল, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইউকের সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমগুলোয় শাকিব খানের নামে মামলার খবরটি প্রকাশিত হয়েছে।

 

 

 

মামলার বিষয়ে শাকিব খান বলেন, ‘বিষয়টি সত্যিই দুঃখজনক। একজনের ফোন নাম্বার তার অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। তবে এতে আমার দোষ কোথায়? আমি একজন অভিনেতা। আমাকে পরিচালক যেভাবে বলেছেন, সেভাবেই সংলাপ বলেছি। নিজের অভিনয় ভালোভাবে করার চেষ্টা করেছি। মামলার বিষয়টি তো ছবির পরিচালক বা প্রযোজক দেখবেন। আমার দেখার কথা না। এটি নিয়ে এর বেশি কিছু আমার বলার নেই।’

 

 

গতকাল রাজধানীর ঈশা খাঁ হোটেলে মেট্রোসেম সিমেন্ট কোম্পানির ‘কার তুমি আমার’ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব। অনুষ্ঠান শেষে তিনি মামলা নিয়ে এসব কথা বলেন।

 

 

 

এর আগে ‘কার তুমি আমার’ অফারে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাকিব। প্রথম পুরস্কার হিসেবে তিনি একটা ব্র্যান্ড নিউ গাড়ির চাবি কুমিল্লার ফয়সালের হাতে তুলে দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেনিফার ফেরদৌস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ইকবাল, মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, সিইও সাইফুল ইসলাম হেলালী ও বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা।

 

 

অনুষ্ঠান নিয়ে শাকিব বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ ভালো লাগছে। আর মেট্রোসেম সিমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। চলচ্চিত্রেও স্পন্সর হিসেবে এই ধরনের কোম্পানিগুলোর এগিয়ে আসা উচিত।’

 

 

আমার দোষ কোথায়? আমি একজন অভিনেতা : শাকিব খান

সৃজনমিউজিক :

 

 

 

 

 

‘চালবাজ’ ছবির কাজ শেষে সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এদিকে তিনি ভারত থাকাকালীন তার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন একজন অটোরিকশাচালক। অনুমতি ছাড়া ওই ব্যক্তির ফোন নাম্বার ব্যবহার করা হয় শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ নামের একটি ছবিতে। তাই শাকিব খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করা হয়। হবিগঞ্জ জেলায় মামলা হয়েছে। মামলাটি করেছেন অটোরিকশা চালক ইজাজুল মিয়া। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামি করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে শাকিবের খবরটি। এএফপি, বিবিসি, ডেইলি মেইল, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইউকের সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমগুলোয় শাকিব খানের নামে মামলার খবরটি প্রকাশিত হয়েছে।

 

 

 

মামলার বিষয়ে শাকিব খান বলেন, ‘বিষয়টি সত্যিই দুঃখজনক। একজনের ফোন নাম্বার তার অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। তবে এতে আমার দোষ কোথায়? আমি একজন অভিনেতা। আমাকে পরিচালক যেভাবে বলেছেন, সেভাবেই সংলাপ বলেছি। নিজের অভিনয় ভালোভাবে করার চেষ্টা করেছি। মামলার বিষয়টি তো ছবির পরিচালক বা প্রযোজক দেখবেন। আমার দেখার কথা না। এটি নিয়ে এর বেশি কিছু আমার বলার নেই।’

 

 

গতকাল রাজধানীর ঈশা খাঁ হোটেলে মেট্রোসেম সিমেন্ট কোম্পানির ‘কার তুমি আমার’ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব। অনুষ্ঠান শেষে তিনি মামলা নিয়ে এসব কথা বলেন।

 

 

 

এর আগে ‘কার তুমি আমার’ অফারে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাকিব। প্রথম পুরস্কার হিসেবে তিনি একটা ব্র্যান্ড নিউ গাড়ির চাবি কুমিল্লার ফয়সালের হাতে তুলে দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেনিফার ফেরদৌস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ইকবাল, মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, সিইও সাইফুল ইসলাম হেলালী ও বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা।

 

 

অনুষ্ঠান নিয়ে শাকিব বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ ভালো লাগছে। আর মেট্রোসেম সিমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। চলচ্চিত্রেও স্পন্সর হিসেবে এই ধরনের কোম্পানিগুলোর এগিয়ে আসা উচিত।’

 

 

 

‘চালবাজ’-এর পর প্রযোজনা সংস্থা হার্টবিট প্রডাকশনের নাম ঠিক না হওয়া একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব। নতুন এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। ডিসেম্বর থেকে এ ছবির কাজ শুরু হবে বলে তিনি জানান।

‘চালবাজ’-এর পর প্রযোজনা সংস্থা হার্টবিট প্রডাকশনের নাম ঠিক না হওয়া একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব। নতুন এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। ডিসেম্বর থেকে এ ছবির কাজ শুরু হবে বলে তিনি জানান।

Dhaka Attack Unreleased Song

Advertisement
কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী
সৃজন মিউজিক2 years ago

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

Praner Giutar
নতুন গান3 years ago

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

প্রাণের গীটার
নতুন গান3 years ago

মাহফুজ ইমরানের‌ এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ
সৃজন মিউজিক4 years ago

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

ওমরসানী, শাকিব খান ও জায়েদ খান
বিনোদন4 years ago

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

নতুন গান4 years ago

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্‌কিওর

সৃজন মিউজিক4 years ago

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

ব্যান্ড সঙ্গীত4 years ago

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

মিউজিক ভিডিও4 years ago

তানজীব সারোয়ারের নতুন গান

মিউজিক ভিডিও4 years ago

ইউটিউবে কুমার বিশ্বজিতের নতুন গান ‘জোছনার বর্ষণে’

Trending