রেডিও আম্বারের অফিসে রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ তিন সঙ্গীত ব্যক্তিত্বের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেডিও আম্বারের সিইও আমিনুল হাকিম, পরিচালক (মার্কেটিং) মো. আক্তারুজ্জামান ও পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরিন মৌ।
রেডিও আম্বার শুধুমাত্র বাংলা সংস্কৃতি, বাংলা চিরায়ত সঙ্গীত ও ধ্রুপদ বাংলা গানের সংমিশ্রণে অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। রেডিও কর্তৃপক্ষ জানায়, এটি হবে বিশেষায়িত রেডিও। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন ধারার গান পরিবেশিত হবে এতে। বাণিজ্যিক ও প্রতিযোগিতার এই সময়ে নিজস্ব সংস্কৃতির উত্তরাধিকার ধারণ করার আপাত এই কঠিন কাজটি করার মানসে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
রেডিওটির পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরিন মৌ বলেন, চল্লিশোর্ধ শ্রোতাদের রুচি বিবেচনা করে আমরা অনুষ্ঠানগুলো সাজিয়েছি। সবসময় কেবল বাংলা গানই পরিবেশন করব। এক্ষেত্রে ৬০ দশক থেকে ৯০ দশকের হারিয়ে যাওয়া জনপ্রিয় গানকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি এ প্রজন্মের শ্রোতাদেরকেও শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টা থাকবে।
রেডিও কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে রেডিও আম্বার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
পরীক্ষামূলক সম্প্রচারে থাকা রেডিও আম্বারে প্রতিদিন ৪টি শো হচ্ছে। এগুলো হচ্ছে- ব্রেকফাস্ট উইথ নওশীন, ওল্ড স্কুল, আম্বার নাইট ও রাত প্রহরী। রেডিওটি শোনা যাবে ১০২.৪ এফএমে।