বিনোদন
বলিউডের যেসব তারকার জীবনসঙ্গী ক্রিকেটার
Published
3 years agoon

সৃজনমিউজিক প্রতিবেদক :
‘ভালোবাসা’- কারো কাছে এটি আবেগি মনের ঘোর, কারো কাছে আবার সম্মোহন। কেউ বলেন, ভালোবাসা এমন এক ইন্দ্রজাল, যেখানে কেবল বাঁধা পড়তেই সাধ জাগে। আবার অনেকের মতে, দুটি হৃদয়ের সংশ্লেষণের নামই ভালোবাসা। যার টানে কখনো কখনো ক্রিকেট আর শোবিজ মিলে যায় একই মোহনায়। প্রেমের জলে হাবুডুবু খেয়ে সাতপাকে বাঁধা পড়ে যান তাদের কেউ কেউ। বলিউড অভিনেত্রীরা ক্রিকেটারদের জীবনসঙ্গী করেছেন, এমন উদাহরণ অনেক। এ তালিকায় এবার যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। তার আগে বলিউডের কোন কোন অভিনেত্রী ক্রিকেটারদের সঙ্গে ঘর বেঁধেছেন, চলুন দেখে নেওয়া যাক…
শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদি
বলিউড নন্দিনী+ক্রিকেট তারকা=জমজমাট প্রেম উপাখ্যান। এ সূত্র মেনেই ষাটের দশকে ভালোবাসার অনবদ্য ইনিংস শুরু করেছিলেন শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি। শুরুতে অবশ্য বেশ ঝামেলায় পড়তে হয়েছিল এ জুটিকে। মুসলিম পরিবারের নবাব ও হিন্দু পরিবারের বাঙালি কন্যার বিয়ে কি সমাজ এত সহজে মেনে নিতে পারে? তবে প্রথম দর্শনে প্রণয়, অতঃপর পরিণয় শর্মিলা ও মনসুর প্রেম উপাখ্যান এ ধরাবাঁধা সূত্র মেনে চলেনি। শেষতক পরিবারের অমতে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এ দম্পতির ঘরে রয়েছেন সাইফ আলী খান, সোহা আলী খান ও সাবা আলী খান নামে তিন সন্তান।
সংগীতা বিজলানি-আজহারউদ্দিন
অভিনেত্রী সংগীতা বিজলানি ও ক্রিকেটার আজহারউদ্দিনের প্রেমের সূর্য উদিত হয় নব্বই দশকের মাঝামাঝি সময়। সে সময় একটি বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে পরিচয় হয় দুজনের। ভয়ঙ্কর সব বোলারদের সামলাতে কষ্ট না পেলেও শুরুতে সংগীতাকে পেতে অনেক কাঠখড়ই পোড়াতে হয়েছিল ভারতের সাবেক অধিনায়ককে। ১৯৯৬ সালে প্রথম স্ত্রী নওরীনকে তালাক দিয়ে সংগীতাকে বিয়ে করেন আজহার। তবে বনিবনা না হওয়ায় ২০১০ সালে ১৪ বছরের সংসারের ইতি টানেন তারা।
রিনা রায়-মোহসিন খান
এই প্রেম সীমান্তের কাঁটাতারের বাধা মানেনি। আশির দশকের বিখ্যাত ও সুদর্শন পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি বলিউড অভিনেত্রী রিনা রায়। সম্পর্কটা চিরবৈরী দেশের দুই তারকার মধ্যে হওয়ায় চাঞ্চল্য যেন আকাশ ছুঁয়েছিল। রিনার প্রেমে মহসিন এতটাই মশগুল ছিলেন যে, নিজের পছন্দের জায়গা ক্রিকেটকেও ‘বিদায়’ বলেছিলেন। ১৯৮৩ সালে একে অপরের হাত ধরেন। যদিও সুখে কাটেনি রিনা-মহসিনের দাম্পত্য জীবন। কিছু দিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে যায় তাদের।
গীতা বাসরা-হরভজন সিং
২০১৪ সালে আইপিএল চলাকালে ভারতীয় অফস্পিনার হরভজন সিংয়ের বেশ কয়েকটি খেলা দেখতে মাঠে গিয়েছিলেন অভিনেত্রী গীতা বাসরা। তখন থেকেই শুরু হয় তাদের প্রেম নিয়ে গুঞ্জন। শুরুতে অবশ্য কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সবাইকে চমকে দিয়ে ২০১৫ সালের ২৯ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন গীতা ও হরভজন। হিনায়া হির প্লাহা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
হ্যাজেল কিচ-যুবরাজ সিং
কিম শর্মার সঙ্গে প্রেম ঠিকঠাক জমেনি তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের। পরে অভিনেতা যোগরাজ সিংয়ের পুত্র জীবনের নতুন ইনিংসে বেছে নেন ‘বডিগার্ড’ ছবি দিয়ে আলোচনায় আসা হ্যাজেল কিচকে। দীর্ঘদিনের বন্ধু হরভজনের বিয়েতে হ্যাজেলকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেমের কথা স্বীকার করেন যুবরাজ। আর ২০১৬ সালের ৩০ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সাগরিকা ঘাটগে-জহির খান
শাহরুখ খান অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী সাগরিকা ঘাটগে। গত মাসের ২৩ নভেম্বর ভারতের পেস বোলার জহির খানকে বিয়ে করেন তিনি।
আনুশকা শর্মা-বিরাট কোহলি
বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির বিয়ের গুঞ্জন। অবশেষে সেটাই সত্যি হয়েছে। গত শনিবার (৯ ডিসেম্বর) ইতালির এক বিলাসবহুল রিসোর্টে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধেন তারা। শোনা যাচ্ছে, ২১ ডিসেম্বর আনুশকা-কোহলি ভারতের মুম্বাইয়ে বিয়ে-পরবর্তী এক জমকালো পার্টির আয়োজন করতে যাচ্ছেন।
Dhaka Attack Unreleased Song
The Basics of Writing a Custom Research Paper
Study Managing
Amet amet dolore aliquam quiquia etincidunt.
How To Pick a Good Photo Editor
Board Portal Software for holding meetings distantly
Things to Consider When Writing a Research Paper
Ready to Go for Virtual Boardroom? Know this First!
Mail Order Brides to be
Custom Research Paper Mistakes
Latina Brides ᐈ Mail

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

মাহফুজ ইমরানের এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্কিওর

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

তানজীব সারোয়ারের নতুন গান
