Connect with us

নতুন গান

মাহফুজ ইমরানের সুরে এস আই টুটুল ও কর্ণিয়ার ‌’বসুন্ধরা কিংস’

Published

on

মাহফুজ ইমরানের সুরে এস আই টুটুল ও কর্ণিয়ার ‌'বসুন্ধরা কিংস'

সৃজনমিউজিক প্রতিবেদক :

দেশের বৃহত ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা গ্রুপের ফুটবল টিম এর থিম সং ‘বসুন্ধরা কিংস’ গাইলেন জনপ্রিয় শিল্পী এসআই টুটুল ও কর্ণিয়া।নব্বইয়ের দশক থেকে অডিও ভুবন আলোকিত করা নন্দিত গীতিকার বাকীউল আলমের কথায় প্রজন্মের প্রতিভাবান সুরের জাদুকর মাহফুজ ইমরান এই থিম সংয়ের সুর করেছেন। জে.কে মজলিশ এতে সঙ্গীতায়োজন করেছেন।

 

 

 

কর্ণিয়া বলেছেন, এক কথায় অসাধারণ একটি থিম সং।কথা, সুর, কম্পোজ যেখানে যা থাকা দরকার তার চেয়ে বেশিই রয়েছে বলে মনে করি।এর আগেও বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শোতে বিভিন্ন সময় আমি গান গেয়েছি। সেই বসুন্ধরা গ্রুপের ফুটবল টিমের থিম সংটি আমি সফল ও সুন্দরভাবে গাইতে পেরেছি। বাকীউল আলম ভাই নন্দিত ও আমার প্রিয় একজন গীতিকার। এছাড়া মাহফুজ ইমরান ভাইও তরুণ ও প্রতিভাবান সুরকার। তার সুরে আসিফ আকবর ভাই ও মোহনার গাওয়া “এই শোন” কাজী শুভ ও মোহনার “মনের শহরে” আমি শুনেছি। ভালো লেগেছে। আর এগানটাও আশা করি সবার ভালো লাগবে। জেকে ভাই দুর্দান্ত সঙ্গীতায়োজন করেছেন।এস আই টুটুল ভাই এর সাথে এর আগেও কয়েকটা গান করেছি।

 

 

 

গীতিকার বাকীউল আলম বলেন, আমার জীবনে অনেক গান লিখেছি।যা এখনো বাংলাদেশের আনাচে কানাচে বাজে। তবে এই গানটায় অনেক ভিন্নতা রয়েছে। এ গান রচনার ক্ষেত্রে একটু বেশিই যত্নশীল হয়েছিলাম। বাংলাদেশের ওয়ান অফ দ্যা বেস্ট কোম্পানি বসুন্ধরা গ্রুপের ফুটবল টিমের থিম সং বলে কথা।আর এগানের জন্য সুরকার মাহফুজ ইমরান ও অনেক যত্ন করে সুর করেছে। এস আই টুটুল ও কর্ণিয়ার গায়কী অসাধারণ। জেকের কম্পোজ খুব ভালো হয়েছে। আমি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপকে এতবড় গুরুদায়িত্ব আমাদের দেয়ার জন্য। আসলেই সব মিলিয়ে ভালো একটি গান হয়েছে যা বসুন্ধরা গ্রুপের ফুটবল টিমের জয়ের লক্ষে জোরালো ভূমিকা রাখবে।

 

 

 

সুরকার মাহফুজ ইমরান বলেন, জন্মলগ্ন থেকেই বসুন্ধরা গ্রুপের নাম ও পণ্যের সাথে পরিচিত। তেমনি বাকীউল আলম ভাই এর গান,। তিনি নন্দিত একজন গীতিকবি। আমার প্রিয় মানুষ। আর উনারই লেখা থিম সং এ আমাকে সুরকার হিসেবে নেয়ায় হৃদয় থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। কৃতজ্ঞতা তার কাছে। আর ভালোবাসা জানাই এ গানের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবাইকে। থিম সংটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি সবার পছন্দ হবে।

Dhaka Attack Unreleased Song

Advertisement
কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী
সৃজন মিউজিক2 years ago

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

Praner Giutar
নতুন গান3 years ago

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

প্রাণের গীটার
নতুন গান3 years ago

মাহফুজ ইমরানের‌ এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ
সৃজন মিউজিক3 years ago

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

ওমরসানী, শাকিব খান ও জায়েদ খান
বিনোদন3 years ago

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

নতুন গান3 years ago

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্‌কিওর

সৃজন মিউজিক3 years ago

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

ব্যান্ড সঙ্গীত3 years ago

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

মিউজিক ভিডিও3 years ago

তানজীব সারোয়ারের নতুন গান

মিউজিক ভিডিও3 years ago

ইউটিউবে কুমার বিশ্বজিতের নতুন গান ‘জোছনার বর্ষণে’

Trending