Connect with us

বিনোদন

রাজ্জাক ভাই বলতেন এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি : সুচন্দা

Published

on

নায়ক রাজ্জাক ও সুচন্দা

সৃজনমিউজিক প্রতিবেদক :

নায়িকা সুচন্দা বলেছেন, আমাদের বয়স বেড়েছে। মৃত্যুর জন্য প্রস্তুতও আমরা। তারপরও কোথায় যেন একটা হাহাকারের শব্দ শুনি। ফিরে তাকাই পেছনের দিকে। কত সুন্দর আমাদের দিনগুলো। কত বর্ণিল আমাদের জীবন। কারও চির বিদায়ের কথা শুনতে ইচ্ছা করে না। নিজের ভেতরটা মোচড় দিয়ে উঠে। এই বুঝি আমারও যাওয়ার সময় হল! মৃত্যু আমাদের প্রত্যাশিত। তবুও এ মৃত্যুর কথা শুনলে ভয় লাগে।

 

গত সোমবার এক মৃত্যুর খবরে আঁতকে উঠলাম। বিশ্বাস হল না। কয়েকজনের কাছে ফোন করলাম। তারাও একই কথা জানাল। কিন্তু আমার প্রথম নায়কের মৃত্যুর খবর আমার বিশ্বাস হয়নি। বিশ্বাস করতে চাইওনি। এখনও বিশ্বাস করতে পারছি না রাজ্জাক ভাইকে আর দেখতে পাব না। তার সঙ্গে কত স্মৃতি আমার!

 

তার প্রথম ছবি ‘বেহুলা’র নায়িকা আমি। এরপর একসঙ্গে ৩০টির মতো ছবি। একসঙ্গে অভিনয় করেছি, খেয়েছি আরও কত দুষ্টুমিই না করেছি আমরা। শুটিং না থাকলেও আমরা এফডিসিতে এসে অযথাই আড্ডা দিয়েছি। রাজ্জাক ভাই সব সময় বলতেন, এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি।

 

একটা দৃশ্য কখনই ভুলব না। জহির রায়হান যখন রাজ্জাক ভাইকে নায়ক হিসেবে নির্বাচন করলেন তখন রাজ্জাকের রসিক কান্না। কান্না ভরা চোখেই জহির রায়হানকে পা ছুঁয়ে সালাম করেছিল।

 

বেহুলাতে অভিনয় নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। একজন সাদাসিধে মানুষ ছিলেন রাজ্জাক ভাই। কখনও তাকে কোনো বিষয়ে অহংকার করতে দেখিনি। টাকার পেছনে ছুটতে দেখিনি কখনই। তবে ছুটেছেন অভিনয়ের পেছনে। অনেক ছবিতে দেখেছি পায়ে হেঁটে শুটিং স্পটে হাজির হয়েছেন। স্টারইজম দেখাননি কখনই। তিনি বাইরে যেমন নায়ক ছিলেন তেমনি ভেতরেও চলচ্চিত্র লালন করতেন।

 

তার সঙ্গে আমার শেষ দেখা হয় এফডিসিতে পরিচালক সমিতির ‘জীবন থেকে নেয়া’র শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে। তখন তাকে বলেছিলাম রাজ্জাক ভাই, বয়স হয়েছে মরে-টরে গেলে মাফ করে দিয়েন।

 

শুধু নামে নয়, তিনি কাজে নায়করাজই ছিলেন। অনেক দায়িত্ব দিয়ে গেলেন, কিভাবে তা পালন করব, জানি না।

Dhaka Attack Unreleased Song

Advertisement
কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী
সৃজন মিউজিক3 years ago

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

Praner Giutar
নতুন গান4 years ago

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

প্রাণের গীটার
নতুন গান4 years ago

মাহফুজ ইমরানের‌ এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ
সৃজন মিউজিক4 years ago

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

ওমরসানী, শাকিব খান ও জায়েদ খান
বিনোদন4 years ago

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

নতুন গান5 years ago

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্‌কিওর

সৃজন মিউজিক5 years ago

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

ব্যান্ড সঙ্গীত5 years ago

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

মিউজিক ভিডিও5 years ago

তানজীব সারোয়ারের নতুন গান

মিউজিক ভিডিও5 years ago

ইউটিউবে কুমার বিশ্বজিতের নতুন গান ‘জোছনার বর্ষণে’

Trending