সাক্ষাৎকার
সঙ্গীত শিল্পী কাজী সোমার সাতকাহন
Published
4 years agoon

সৃজনমিউজিক প্রতিবেদক :
প্রায় প্রতিবছরই রিয়েলিটি শো কিংবা নিজস্ব উদ্যোগে আমাদের সঙ্গীতাঙ্গণে নতুন নতুন অনেক সঙ্গীতশিল্পীর আগমন ঘটে। আবার এমন অভিযোগও শোনা যায় যে নতুন শিল্পীরা গানে কোনরকম গুরুমুখী শিক্ষা না নিয়েই আসছেন। কিন্তু এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম কাজী সোমা। স্টেজ শোতে তিনি নিয়মিত গান করছেন ২০০৭ সাল থেকে।
ছোটবেলা থেকেই ক্ল্যাসিক্যাল ঘরানার সঙ্গীতের সাথে তার এগিয়ে চলা। ২০০৫ সাল থেকে ওস্তাদ সঞ্জীব দের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন নিয়মিত। স্টেজ শো আর উচ্চাঙ্গ সঙ্গীতে নিজেকে অধ্যবসায়ে ব্যস্ত রেখে নিজেকে একজন যথাযথ সঙ্গীতশিল্পীতে পরিণত করেছেন কাজী সোমা। বিগত প্রায় একযুগ যাবৎ তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে নিয়মিত তালিম নিয়ে নিজেকে পোক্ত করেছেন।
এই সময়ে এসেই নিজের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরইমধ্যে তিনটি গান কাজী সোমা নির্বাচন করেছেন। গান তিনটি লিখেছেন আহমেদ রিজভী। একটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। বাকী দুটির কাজ দ্রুত শেষ করবেন। গানগুলোর সুর সঙ্গীতায়োজন করছেন নাজির আহমেদ ও মাহমুদ জুয়েল। এছাড়া শওকত আলী ইমনও একটি গানের কাজ করবেন। পাশাপাশি আরো বেশ কয়েকজন গীতিকারের গীতিকবিতা নিয়েও নতুন গান করবেন।
সবমিলিয়ে কাজী সোমা তার জীবনের প্রথম একক এ্যালবামটি বেশ যত্ন নিয়েই ভালোভাবে শেষ করতে চাচ্ছেন। বাংলাদেশের আনাচে কানাচে স্টেজ শো করে চলেছেন নিয়মিত তিনি।
গান গাওয়া প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘গান শুনে যেমন শান্তি পাই আমি ঠিক তেমনি গান গেয়েও তেমনি শান্তি পাই। একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দিতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’ এদিকে আগামীকাল (১৩ জানুয়ারি) সোমার জন্মদিন। একেবারেই নিজের মতো করে জন্মদিনটি উদযাপন করবেন বলে জানান তিনি। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন সোমা।
কাজী সোমার সবচেয়ে প্রিয় শিল্পী রুনা লায়লা। তারপরও ভালোলাগে শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, ডলি সায়ন্তনী, আলম আরা মিন, আঁখি আলমগীরের গান মঞ্চে গাইতে। ব্রাম্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের মেয়ে কাজী সোমার একমাত্র সন্তান ফারহান রেজা স্বপ্ন। একমাত্র ছেলেই তার সুখের পৃথিবী। সোমার বাবা মরহুম কাজী আতাউর রহমান এবং মা হাসনা বেগম। গত বছর সুইজারল্যাণ্ড ও ইতালিতে স্টেজ শোতে অংশ নেন। আসছে মার্চ মাসে স্টেজ শোতে লন্ডনে যাবার কথা রয়েছে তার।
Dhaka Attack Unreleased Song
The Basics of Writing a Custom Research Paper
Study Managing
Amet amet dolore aliquam quiquia etincidunt.
How To Pick a Good Photo Editor
Board Portal Software for holding meetings distantly
Things to Consider When Writing a Research Paper
Ready to Go for Virtual Boardroom? Know this First!
Mail Order Brides to be
Custom Research Paper Mistakes
Latina Brides ᐈ Mail

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

মাহফুজ ইমরানের এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্কিওর

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

তানজীব সারোয়ারের নতুন গান
