Connect with us

নতুন গান

সাবিনার কণ্ঠে দর্পন কবীরের গান

Published

on

শাহজাহান আকন্দ শুভ
কথা সাহিত্যিক, কবি ও সাংবাদিক দর্পন কবীরের লেখা গানে কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এই বরেন্য শিল্পী দর্পন কবীরের লেখা দুটি গানে কণ্ঠ দিয়েছেন। গত ১০ জুন ঢাকার একটি স্টুডিওতে গান দুটি রেকর্ডিং সম্পন্ন হয়। দর্পন কবীরের লেখা ১০টি গান নিয়ে পবিত্র ঈদুল ফিতরে বাজারে আসছে একটি অডিও-ভিসিডি অ্যালবাম। যার নাম দেওয়া হয়েছে ‘নক্ষত্রের ফুল’। সব ক’টি গানের সুর করেছেন এস. এ. শামীম। আর সঙ্গীত পরিচালনা করেছেন দেশ বরেণ্য  সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। কণ্ঠশিল্পীদের সমন্বয় করেছেন বিটিভি’র সঙ্গীত পরিচালক মনির হোসেন। ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া সাংবাদিক আরিফ সোহেল।
অ্যালবামে সাবিনা ইয়াসমীন ছাড়াও অন্য গানগুলোয় কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, এন্ড্রো কিশোর ও ভারতের তারকা কণ্ঠশিল্পী শুভমিতা। গত ১৮  মে মুম্বায়ের একটি ষ্টুডিওতে – আমি যাকে বলি দীর্ঘশ্বাস এবং আমিতো সুখেই আছি শিরোনামের ২টি গানে কণ্ঠ দেন শুভমিতা।
নিউইয়র্ক প্রবাসী দর্পন কবীর ১০টি গানের একটি অ্যালবাম করার পটভূমি সম্পর্কে বলেছেন, গান লেখার চেষ্টা করেছিলাম দুই যুগ আগে। নারায়ণগঞ্জ শহরে থাকতে ছাত্রজীবনে গান লেখার হাতেখড়ি। গান লেখার চেষ্টা সময়ের ফ্রেমে বন্দি হয়ে যায়।
ছড়া-কবিতা-গল্প এবং সবশেষে উপন্যাস লেখার মধ্য দিয়ে নিজের মধ্যে লেখক সত্ত্বার বিকাশ ঘটনোর চেষ্টাই করে গেছি বিগত অনেকগুলো বছর। একদিকে সাংবাদিকতার তীর্যক ভাষা, অন্যদিকে সহিত্যের কোমল ও শিল্পদ্যোতনাময় ভাষার মধ্যে আমার পথ চলা। এবং চলছে। জীবনটাও অনেক বাঁক নিয়ে এখন প্রবাস জীবনের সুর্বণ রেখায় করোজ্জ্বল আলোয় মাখামাখি।

দর্পন কবীর

দর্পন কবীর

এ বছর একুশের বইমেলা উপলক্ষে এক সপ্তাহের জন্য বাংলাদেশে গিয়েছিলাম। নিজ শহর নারায়ণগঞ্জে গেলে এক সাহিত্য আড্ডায় অনেকদিন পর দেখা হয় সঙ্গীত শিল্পী-সুরকার-লেখক-অভিনেতা ও সংগঠক এস.এ. শামীম ভাইয়ের সঙ্গে। কিছু আনন্দময় স্মৃতি নিয়ে ফিরে আসি নিউইয়র্ক।
এরপর টেলিফোনে কথা হলে শামীম ভাই বললেন-গান লিখতে এক সময়। গান লিখো। চলো-একটা গানের এ্যালবাম বের করি। কথাটা মনে গেঁথে গেল। ফের গান লিখলাম কয়েকটি। আর শামীম ভাইও সুরারোপ করতে লাগলেন। সবকিছু ঘটে গেল খুব দ্রুত। ১০টি গান আমরা নির্ধারণ করি। মজার বিষয় হলো-গানে কে কণ্ঠ দেবেন-ঐ শিল্পীর কথা মনে রেখে গান যেমন লিখেছি আমি, তেমনি শামীম ভাই সুরও করেছেন তাঁর কথা ভেবে। আমরা তখনও জানি না-যে শিল্পীদের কথা ভেবে গান লিখছি-তারা আদৌ আমাদের গান গাইবেন কিনা। গান নিয়ে প্রথমে স্মরণাপন্ন হই সঙ্গীতজ্ঞ শেখ সাদী খানের কাছে। তিনি উদার মানসিকতার পরিচয় দিয়ে আমাদের মত নতুন গীতিকার ও সুরকারকে গ্রহণ করেন এবং গানগুলোর মিউজিক কম্পোজ করার দায়িত্ব নেন। এরপর শিল্পীদের কাছে যাওয়ার পথ খুঁজি।
13434720_10209733289433232_7923877772846626758_nআমরা বিটিভি’র সঙ্গীত পরিচালক মনির হোসেনের কাছে সহযোগিতা চাই। তিনি (নারায়ণগঞ্জের কৃতি সন্তান) আমাদের পাশে বাতিঘরের ভূমিকায় দাঁড়ালেন। মনির ভাইকে আমাদের জন্য অনুরোধ করেছিলেন আনিসুল ইসলাম সানি ভাইও (তিনিও নারায়ণগঞ্জের সন্তান)। আমার বন্ধু আরিফ সোহেলকেও এ কাজে সম্পৃক্ত করি। আকস্মিকভাবে এ কাজে সম্পৃক্ত করি নাট্যকার ও লেখক সাঈদ তারেককে। একটি সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১০টি গান রেকর্ড করি বাংলাদেশ ও কলকাতার সেরা পাঁচ বরেণ্য কণ্ঠশিল্পীর কণ্ঠে। ঈদের পর গানগুলোর দৃশ্যায়ন হবে মডেলদের অংশগ্রহণের মধ্য দিয়ে। গানগুলো বাজারে যাবে অডিও সিডিতে এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারও হবে। একাধিক গান চলচ্চিত্রে যেতে পারে। আলোচনা চলছে। আপাতত এ পর্যন্তই গানের কথা। তবে আমাকে  এ কাজে নিউইয়র্ক প্রবাসী বেশ কয়েকজন সহযোগিতা করেছেন-উৎসাহ দিয়েছেন-ভরসাও
দিয়েছেন। সকলের প্রতি জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা।
সাবিনা ইয়াসমীন ♪ তোমার এখনো রয়েছে সংশয়, ভেবেছো আমি করে গেছি অভিনয় মিনতী করে বলছি যেনে রাখো চোখের জলে কিনেছি শুধু পরাজয়’ এবং ♪ যে গল্পটা শুরু করেছিলে শেষ করনি তুমি তা যে ঐ গল্পের রেশ টুকু আজো স্মৃতির বীণায় শুধু বাজে ——।

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dhaka Attack Unreleased Song

Advertisement
কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী
সৃজন মিউজিক3 years ago

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

Praner Giutar
নতুন গান4 years ago

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

প্রাণের গীটার
নতুন গান4 years ago

মাহফুজ ইমরানের‌ এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ
সৃজন মিউজিক5 years ago

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

ওমরসানী, শাকিব খান ও জায়েদ খান
বিনোদন5 years ago

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

নতুন গান5 years ago

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্‌কিওর

সৃজন মিউজিক5 years ago

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

ব্যান্ড সঙ্গীত5 years ago

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

মিউজিক ভিডিও5 years ago

তানজীব সারোয়ারের নতুন গান

মিউজিক ভিডিও5 years ago

ইউটিউবে কুমার বিশ্বজিতের নতুন গান ‘জোছনার বর্ষণে’

Trending