Connect with us

সৃজন মিউজিক

সারাজীবন গান গাইতে চাই

Published

on

 

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গান নিয়ে তিনি বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন। সঙ্গীত ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হল তার সঙ্গে-
সাক্ষাৎকার: ইমরান হোসনে, সৃজন মিউজিক প্রতিবেদক

ঈদুল ফিতরে ‘পরানের বন্ধু’ শিরোনামের সিঙ্গেল প্রকাশ পেল। কেমন সাড়া মিলেছে? এর মধ্যে তো নতুন একক আসার কথা ছিল?
‘পরাণের বন্ধু’ গানটি শ্রোতারা পছন্দ করেছে। নতুন অ্যালবাম আসবে ঈদুল আজহায়। অ্যালবাম প্রায় শেষের দিকে।

সামনে নতুন কোনো ভিডিও আসছে?
হতে পারে। এখনই বলতে পারছি না। কারণ সামনে ইউনিভার্সিটির পরীক্ষা আছে। পরীক্ষা শেষে সময় পেলে ভিডিও করতে পারি।

এখন সিঙ্গেল ট্র্যাকের জয়জয়কার। অনেকেই ঘোষণা দিচ্ছেন এক মোড়কে অনেক গান প্রকাশ না করে একটি-দুটি করে প্রকাশ করবেন। আপনি কী ভাবছেন?
সব থেকে বড় কথা হচ্ছে শিল্পী কাজের সঙ্গে লেগে আছে কি-না। সেক্ষেত্রে দুটি হোক কিংবা একটা হোক— গান তো শ্রোতারা পাচ্ছে। বর্তমানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশেও অনেক অনেক গান হচ্ছে। এখন সবাই গান করছে। গীতিকার, সুরকার থেকে শুরু করে সঙ্গীত পরিচালকরাও গান করছে। এটা আশার দিক। আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছরই কিছু না কিছু ভাল গান আমরা পাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। কিছু পরিবর্তন তো আসবেই।

পাঁচ-দশ বছর আগে অনেক কিছুই ভাবতে পারতাম না। এখন বিশ্ব আমাদের হাতের মুঠোয়। সবাই এগিয়ে যাচ্ছে, উন্নত দেশগুলোকে ফলো করছে। অনেকেই এখন চিন্তা করছে দশটা গান করতে প্রায় পাঁচ-সাত লাখ টাকা খরচ লাগে। এত টাকা খরচ করে কোন গানটাকে প্রমোট করবে! তার চেয়ে একটা গান করে সেটাকে তুলে নিয়ে আসার প্রচেষ্টা তো ভাল। আমি এটাকে পজেটিভভাবেই দেখি।

শুনলাম কিছুদিনের জন্য স্টেজ থেকে বিরতি নিয়েছেন।

ঠিক বিরতি না। সবাই জানেন আমি এলএলবি পড়ছি। এই বছরে টানা অনেকগুলো কাজ করেছি। এর মধ্যে দুটি মিউজিক ভিডিও এসেছে। কয়েকটি মিশ্র অ্যালবামে গেয়েছি। একক অ্যালবাম এসেছে। কোরবানির ঈদেও অ্যালবাম আসছে, নাম ‘দরদ’। এই কারণে বলছি বিরতি নিইনি। সংসার আছে, এর পাশাপাশি পড়াশোনাও করতে হয়। আমি সবগুলো কাজ গুছিয়ে করার চেষ্টা করছি।

এখন ফোক ফিউশন বেশ হচ্ছে। এ নিয়ে আপনার ভাবনা কী?
হ্যাঁ, অত্যাধুনিকভাবে ফিউশন করা যেতেই পারে। আমি মনে করি, গানের সুরটাকে পরিবর্তন করা উচিত না। আমাদের মুলধারা, ভিত্তি যদি ঠিক না থাকল— তাহলে সে কাজ করে লাভ কী। আদি সুরটায় যদি পরিবর্তনই হয়ে যায় তাহলে নতুন গান করাই ভাল। পুরনো গান ‘ওল্ড ইজ গোল্ড’। আগের গানগুলো যদি নতুন করে উপস্থাপন করি— আসল শিল্পীর মত গাইতে না পারলেও তাদের চেয়ে খারাপ করা যাবে না। এটা করলে দেশীয় সংস্কৃতিতে বাজে প্রভাব পড়বে। সুরটা ঠিক রেখে নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। যুগের সাথে তাল ‍মিলাতে তো হবে।

লালন সঙ্গীত নিয়ে বিশেষ কিছু করার ইচ্ছা আছে কি?
একসঙ্গে তো করা সম্ভব না। আমি প্রতি বছরই সাঁইজির দুই- চারটা করে গান দিয়ে শ্রোতাদের কাছে পোঁছানোর চেষ্টা করব।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন ৬০ বছরের জন্য গানের স্বত্ব বিক্রি করতে চান না। অ্যালবাম কোনো প্রতিষ্ঠানকে দিলে তো এ নিয়মেই দিতে হবে?
সিস্টেম পরিবর্তন করতে হবে। ডিজিটাল মাধ্যমেই গান প্রকাশ করতে হবে। এখন মানুষ দিনের ৮-১০ ঘণ্টা অনলাইনেই থাকে। তাই গান প্রকাশের মাধ্যমও এখন অনলাইনই হয়েছে। অনলাইনে গান প্রকাশ হলে সেখান থেকে আর্টিস্টদের জন্যও একটা পেমেন্ট আসে। যেটা আগে জানতাম না বা আমরা অভ্যস্ত ছিলাম না।

যারা গানটাকে শখের বিষয় হিসেবে নিয়েছেন তাদের ব্যাপার আলাদা। যাদের প্রফেশন, তাদের তো মিউজিক করে খেতে হবে। আমার গান থেকে যে অর্থ আসছে, সেটা কেন অন্যকে দেব? নিজ প্রাপ্য বুঝে নেওয়াও গণতান্ত্রিক অধিকার। প্রত্যেকের উচিত তার রয়্যালটি বুঝে নেওয়া।

ফেসবুক মাঝে-মধ্যেই মেয়ে নেহার ছবি পোস্ট করেন? ওর বয়স কত?
নেহার বয়স এখন সাড়ে চার। নার্সারিতে পড়ছে।

সঙ্গীত নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী?
সারাজীবন গান গাইতে চাই। শ্রোতাদের অনেক ভাল ভাল গান উপহার দিতে চাই। দেশের সেবা করার ইচ্ছে আছে। এখন অল্প পরিসরে হাজব্যান্ডের (শিবলী সাদিক, এমপি) সঙ্গে করে যাচ্ছি। আপাতত পড়া-লেখাটা ভাল মত শেষ করতে চাই।

নির্বাচন করবেন?
না। গান দিয়েই দেশের সেবা করতে চাই। গান দিয়েই সারাবিশ্বের কাছে নিজের দেশকে উপস্থাপন করতে চাই। শিল্পীর কাছে গান একটি বিশাল অস্ত্র। আমি গাইতে পারি। এটা আমার অনেক বড় একটা পাওয়া। গান দিয়ে অতি সহজেই অজস্র মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায়। একটি মিউজিক ইনস্টিটিউট করার স্বপ্ন ছিল আমার শ্বশুরের। বাবার সেই স্বপ্ন পূরণের চেষ্টা করব।

সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dhaka Attack Unreleased Song

Advertisement
কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী
সৃজন মিউজিক3 years ago

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

Praner Giutar
নতুন গান4 years ago

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

প্রাণের গীটার
নতুন গান4 years ago

মাহফুজ ইমরানের‌ এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ
সৃজন মিউজিক5 years ago

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

ওমরসানী, শাকিব খান ও জায়েদ খান
বিনোদন5 years ago

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

নতুন গান5 years ago

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্‌কিওর

সৃজন মিউজিক5 years ago

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

ব্যান্ড সঙ্গীত5 years ago

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

মিউজিক ভিডিও5 years ago

তানজীব সারোয়ারের নতুন গান

মিউজিক ভিডিও5 years ago

ইউটিউবে কুমার বিশ্বজিতের নতুন গান ‘জোছনার বর্ষণে’

Trending