এ ধারাবাহিকতায় এবার তাদের দেখা যাবে ‘কেউ তো আর জানে না’ শিরোনামের একটি প্রেমের গানের মিউজিক ভিডিওতে। গত শুক্রবার এটি প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছেন জিতু এবং কথা সাজিয়েছেন জিতু, আলভী ও দীপ্ত। পরিচালনা করেছেন সোহেল আলী। সম্রাট আজাদের সম্পাদনায় ‘কেউ তোর আর জানেনা’ শিরোনামের গানটির চিত্রায়ন হয়েছে গাজীপুর ও ঢাকার কয়েকটি লোকেশনে।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে ইমতু বলেন, ‘এই মিউজিক ভিডিওটি একটু ব্যতিক্রম। ইতিমধ্যে যারা দেখেছেন সবাই পছন্দ করেছেন। সাড়া পাচ্ছি ভালোই। আশাকরি গানটি সবার হূদয়ে আরও দাগ কাটবে।’
এদিকে রানী আহাদ বলেন, ‘এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমতুর সঙ্গে এটাই প্রথম। এখানে কাজ করে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা অর্জন করেছি। তাছাড়া দর্শকরাও আমাদের রসায়নটা দারুণভাবে পছন্দ করবে বলে আশা রাখছি।