Connect with us

সৃজন মিউজিক

‘ভারত বিদ্বেষ নয়, এটাই দেশপ্রেম’

Published

on

 

সৃজন মিউজিক প্রতিবেদক

কলকাতায় মঞ্চে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসকে প্রতিহতের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সদস্য শাফিন আহমেদ। একে দুঃখজনক ও অপ্রত্যাশিত হিসেবে বর্ণনা করেন তিনি। আরো জানান, ফেসবুকে করা মন্তব্য ও পোস্ট ‘ভারত বিদ্বেষ নয়, এটাই দেশপ্রেম’।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় একটি কনসার্টে পারফর্ম করার কথা মাইলস, ফসিলস ও পাপনের। কিন্তু মাইলসকে বয়কটের ডাক দেয় ফসিলস। কারণ হিসেবে মাইলসের দুই সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের ফেসবুকে ‘অনবরত’ ভারতবিরোধী পোস্ট ও মন্তব্যকে উল্লেখ করা হয়।

জনপ্রিয় এ ব্যান্ড তারকা শাফিন এমন অভিযোগের উত্তরে বিবিসিকে বলেন, ‘ফেসবুকের প্রোফাইল একান্ত আমার। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে দেশের ক্ষতি হয়, এমন বিষয় নজরে এলে সেটা নিয়ে কথা বলার, লেখার অধিকার আমার আছে। ক্রিকেট ম্যাচ হলে আমি বাংলাদেশকে সমর্থন করে দুটো কথা লিখতেই পারি। এটা ভারত বিদ্বেষ নয়, এটা দেশপ্রেম। কিন্তু মাইলস গান গাইতে যাবে, সেখানে এ বিষয়গুলোর প্রতিফলন হবে কেন?’

শাফিন মনে করেন, সীমান্ত হত্যা, অসম পানি বন্টন ও তার ফলশ্রুতিতে বাংলাদেশের মরুকরণ নিয়ে কথা বলার অধিকার রয়েছে তার। আরো জানান, ভারতীয় শিল্পীদের বাংলাদেশে সাদর অভ্যর্থনা জানানো হয়। মাইলসকে অনুষ্ঠান করতে না দেওয়া হীন মানসিকতা।

কলকাতার সংবাদমাধ্যমকে ফসিলসের সদস্য রূপম ইসলাম বলেন, ‘মাইলসের ভক্ত আমরা সকলে। কিন্তু তাদের এই গুণটা যখন থেকে প্রকাশিত হয়েছে, তখন থেকে আর নয়। যে কোনো ছুতোয় ভারতকে গালি দেওয়াটা ওদের একটা বড় উদ্দেশ্য। কথায় কথায় ভারতকে টেনে এনে গালি দেওয়া। এই ধরনের মানুষ ভারতেই আবার অনুষ্ঠান করতে আসার স্বপ্ন দেখে কী করে? অনুষ্ঠান করতে হলে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনে যেতে হয় ভিসা জোগাড় করতে। সেটা কীভাবে হয়? তার যৌক্তিকতা কী, সেটা বুঝতে পারছি না!’

মাইলস সম্পর্কে এমন মন্তব্য করলেও বাংলাদেশ ও বাঙালিত্ব নিয়ে মন্তব্য করে আগে থেকেই নিন্দিত রূপম। এমনকি বাংলাদেশকে ‘পাকিস্তান’ বলায় ক্ষমাও চাইতে হয় তাকে।

এদিকে অনুষ্ঠানটির আয়োজক ফেসবুকে জানায়, ওই কনসার্টে মাইলস বা ফসিলস– দুটি ব্যান্ডের কোনটিই থাকছে না।

Dhaka Attack Unreleased Song

Advertisement
কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী
সৃজন মিউজিক3 years ago

কাজী শুভর গানে কলকাতার পল্লবী কর ও প্রেম কাজী (ভিডিও)

Praner Giutar
নতুন গান4 years ago

ভালোবাসা দিবসে দুই বাংলার মিশ্রণে ‘প্রাণের গীটার’

প্রাণের গীটার
নতুন গান4 years ago

মাহফুজ ইমরানের‌ এক বছরের সাধনার ফসল ‘প্রাণের গীটার’ (ভিডিও)

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ
সৃজন মিউজিক5 years ago

শাহজাহান শুভ’র ‘কথামালা’ গান অন্তর্জালে

ওমরসানী, শাকিব খান ও জায়েদ খান
বিনোদন5 years ago

শাকিব খানের কাছে ক্ষমা চাইলেন জায়েদ খান

নতুন গান5 years ago

রোহিঙ্গাদের নিয়ে গান গাইলো অবস্‌কিওর

সৃজন মিউজিক5 years ago

প্রকাশ হলো ‘ঢাকা অ্যাটাক’ ছবির অরিজিত সিংয়ের সেই গান

ব্যান্ড সঙ্গীত5 years ago

শাকিরার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’

মিউজিক ভিডিও5 years ago

তানজীব সারোয়ারের নতুন গান

মিউজিক ভিডিও5 years ago

ইউটিউবে কুমার বিশ্বজিতের নতুন গান ‘জোছনার বর্ষণে’

Trending